বয়সে পয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ
বয়সে পয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এখন কী আর আগের মতো পারবেন? এমন সংশয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তাই শর্তসাপেক্ষে মাত্র ১২ মাসের চুক্তি করেন সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে। তবে সব শঙ্কা-সংশয় উড়িয়ে দিয়ে ইব্রাহিমোভিচ প্রমাণ করলেন বয়স শুধুই সংখ্যা।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবচেয়ে সফল ক্লাবটিতে যোগ দিয়ে প্রথম ২০ ম্যাচেই নিজের জাত চিনিয়ে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মৌসুমের প্রথম অর্ধেকটা সময়ে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। দেখিয়েছেন গোল করার দুর্দান্ত দক্ষতাও। এই সময়ের মধ্যেই যে প্রতিপক্ষের জালে ১৪ বার বল ঢুকিয়েছেন তিনি।
বুড়ো বয়সেও তার এমন পারফরম্যান্সে মুগ্ধ-বিমোহিত ম্যানচেস্টার ইউনাইটেড। তাই তো আরও দুই বছর ইব্রাহিমোভিচকে ওল্ড ট্র্যাফোর্ডে রাখতে চায় প্রিমিয়ার লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ক্লাবটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য সান। এর ফলে ফুটবলবোদ্ধাদের ধারণা ২০১৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন সাবেক বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার।
তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইউনাইটেডে ইব্রার ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারে। সেই সম্ভাবনাও ফুটবলবোদ্ধারা উড়িয়ে দিচ্ছেন না। তবে খেলোয়াড় হিসেবে নয়; বরং কোচিং স্টাফেও সাবেক সুইডিশ স্ট্রাইকারকে রেখে দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি।
গত বছরই দীর্ঘ দেড় দশক আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইব্রাহিমোভিচ। দুর্ভাগ্য সুইডেনের হয়ে বড় কোন শিরোপা জিততে পারেননি তিনি। কিন্তু ক্লাব ফুটবলের ইতিহাসে সফল স্ট্রাইকারদের একজন ইব্রা। আয়াক্স, জুভেন্টাস, ইন্টার, মিলান কিংবা বার্সেলোনা-কোথায় আলো ছড়াননি ইব্রাহিমোভিচ?






